রাজ্যে প্রথমবারের মতো দিব্যাঙ্গদের নিয়ে খেলো ত্রিপুরা প্যারা গেমস
আগরতলা, Dec 29, 2023, ওয়েব ডেস্ক থেকে
শুরু হলো দিবাঙদের নিয়ে রাজ্যে প্রথম বারের মতো প্যারা গেমস।। শুক্রবার থেকে রাজ্যে প্রথমবারের মতো শুরু হলো দিব্যাঙ্গদের নিয়ে খেলো ত্রিপুরা প্যারা গেমস। আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্ভোধন হলো প্রতিযোগিতামূলক এই গেমসের। এতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৩৬৪ জন দিব্যাঙ্গ খেলোয়াড় অংশ নেয় বিভিন্ন ইভেন্টে। রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের দপ্তরের যৌথ উদ্যোগে রাজ্যের প্রথমবারের মতো দিব্যাঙ্গদের নিয়ে অনুষ্ঠিত হলো খেলো ত্রিপুরা প্যারা গেমস ২০২৩।
আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত এই গেমসে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতামূলক খেলাধুলায় অংশ নিলো দিব্যাঙ্গরা।
এদিন বিকেলে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা। পরদিন ৩০ ডিসেম্বর সকাল থেকে দিনভর স্বামী বিবেকানন্দ ময়দানে চলবে ১১টি ইভেন্টের প্রতিযোগিতা। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে শংসাপত্রের পাশাপাশি অংশগ্রহণকারী প্রত্যেকের হাতেই ক্রীড়া দপ্তরের উদ্যোগে বিভিন্ন সামগ্রী, পুরস্কার তুলে দেওয়া হবে। রাজ্যের সবকটি জেলা থেকে প্রায় ৩৬৪ জন অংশ নেবে এই প্যারা গেমসে।অংশগ্রহণকারীদের মধ্যে যাদের বিভিন্ন নথিপত্র নেই তাদেরকে তৎক্ষণাৎ নথিপত্র প্রদান করা হবে এই শিবিরে।